আমেরিকানদের মৃত্যুর জন্য দায়ী ডোনাল্ড ট্রাম্প: নোয়াম চমস্কি

S M Ashraful Azom
আমেরিকানদের মৃত্যুর জন্য দায়ী ডোনাল্ড ট্রাম্প নোয়াম চমস্কি

সেবা ডেস্ক: বৈশ্বিক মহামারি নভেল করোনার কারণে যুক্তরাষ্ট্রের হাজার হাজার মানুষের মৃত্যুর জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়ী বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত বুদ্ধিজীবী ও চিন্তাবিদ নোয়াম চমস্কি।
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন চমস্কি।

তিনি বলেন, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে পুনঃনির্বাচিত হওয়ার ক্ষেত্রে নিজের অবস্থান শক্তিশালী করতে ও বড় বড় ব্যবসার সুযোগ হাতিয়ে নিতেই ট্রাম্প করোনা ইস্যুকে ব্যবহার করছেন বলেও অভিযোগ করেন চমস্কি। যুক্তরাষ্ট্রে করোনা সংকটের সময় নিজেকে মার্কিন জনগণের ত্রাণকর্তা হিসেবে জাহির করার ভান করছেন ট্রাম্প। অন্যদিকে একইসময়ে অনেক মার্কিন নাগরিকের পিঠে ছুরি মারছেন তিনি।

চমস্কি আরো বলেন, সম্পদশালী কোম্পানীগুলো যাতে সুবিধা পায় সেজন্য ট্রাম্প ক্ষমতায় এসে জটিল রোগের ক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা ও গবেষণার জন্য বিশেষ আর্থিক বরাদ্দ কমিয়ে দিয়েছেন। ট্রাম্প তার শাসনামলে প্রতি বছরই স্বাস্থ্য ও চিকিৎসা খাতে আর্থিক অনুদান কমাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

প্রত্যেক অঙ্গরাজ্যের গভর্নরের কাঁধে দায়িত্ব চাপিয়ে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ট্রাম্প নিজের দায় এড়ানোর চেষ্টা করছেন বলেও অভিযোগ করেছেন প্রখ্যাত এ মার্কিন দার্শনিক।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top