করোনা জয় করে আবারও মাঠে নেমেছেন গোপালপুরের ওসি

S M Ashraful Azom
করোনা জয় করে আবারও মাঠে নেমেছেন গোপালপুরের ওসি

সেবা ডেস্ক: প্রাণঘাতি ভাইরাস করোনাকে জয় করে আবার মাঠে নেমেছেন টাঙ্গাইলের গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান। তিনি বলেছেন, ‘করোনাকে ভয় নয়, আক্রান্ত হলে মনোবল শক্ত রেখে একে করতে হবে জয়।’

গত মার্চের শেষ সপ্তাহ থেকেই মুস্তাফিজুর রহমান করোনাবিরোধী যুদ্ধে মাঠে ছিলেন সক্রিয়। সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিতকরণ, কর্মহীন হয়ে পড়া মানুষের মধ্যে ত্রাণ সরবরাহ, আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন, আক্রান্ত হওয়া মানুষকে ফলমূল পাঠানো এমন নানা কাজে জড়িয়ে ছিলেন তিনি। গত ২৭ এপ্রিল করোনা আক্রান্ত গোপালপুরে এক নারী পোশাকশ্রমিকের বাড়িতে ফলমূল ও খাবারসামগ্রী পাঠান মুস্তাফিজুর রহমান। রোগীর মনোবল ঠিক রাখতে উপহারসামগ্রীর সঙ্গে পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি লেখেন ‘ভয় নয়, সবাই মিলে করোনাকে করব জয়।’

এর কিছুদিন পরেই মুস্তাফিজুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত কি না, তা জানতে নমুনা দেন। ৭ মে নমুনা পরীক্ষায় ফলাফলে জানা যায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত।

তারপর থেকে থানার কোয়ার্টারে নিজ বাসায় থেকেই চিকিৎসা নিয়েছেন। ফেসবুকে তিনি করোনায় আক্রান্তের খবর জানিয়েছেন। তিনি সুস্থ হয়ে আবার যেন মানুষের সেবায় নিয়োজিত হতে পারেন এ জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। ১৫ দিন ঘরে চিকিৎসা নেওয়ার পর দুই দফা পরীক্ষা করে ফলাফল আসে নেগেটিভ। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গতকাল শনিবার তাঁকে ছাড়পত্র দেন।

ওই দিনই তিনি পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের সঙ্গে সাক্ষাৎ করে কাজে যোগ দেন। করোনামুক্ত হওয়ায় পুলিশ সুপার তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে গোপালপুর থানার কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। করোনাজয়ী এই পুলিশ কর্মকর্তা আজ থেকে আবার মাঠে নেমেছেন।

ঈদের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা সদরের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে থানা প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন হয়ে পড়া মানুষের মধ্যে খাবারসামগ্রী বিতরণ করেন।

মুস্তাফিজুর রহমান জানান, করোনায় আক্রান্ত হওয়ার পর প্রথমে একটু ভয় হয়েছিল। কিন্তু পরে মনোবল শক্ত করেছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ সেবনসহ গরম পানির ভাপ নেওয়া, গরম পানি খাওয়াসহ নির্দেশনামতো চলেছেন। এতে তিনি সুস্থ হয়ে উঠেছেন। তিনি বলেন, ‘করোনায় আক্রান্ত হলে মনোবল অটুট রাখতে হবে। তবেই করোনাকে জয় করা যাবে।’

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top