বকশীগঞ্জে প্রতিবন্ধীদের তৈরি মাস্ক বিতরণ হচ্ছে হাট-বাজারে

S M Ashraful Azom
বকশীগঞ্জে প্রতিবন্ধীদের তৈরি মাস্ক বিতরণ হচ্ছে হাট-বাজারে

শাহাজাহান পারভেজ শাহীন,বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে পৌর এলাকায় প্রতিষ্ঠিত মালিরচর মৌলভীপাড়া দুস্থ,প্রতিবন্ধী কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীর তৈরি মাস্ক বিতরণ করা হচ্ছে বিভিন্ন গ্রাম, হাট-বাজারে ও পথচারীদের। যাদের মাস্ক নেই তাদেরও দেওয়া হচ্ছে ।

শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মাস্ক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউএনও আ.স.ম. জামশেদ খোন্দকার।

উক্ত প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষকবৃন্দের অর্থায়নে ওই প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিবন্ধী শিক্ষার্থীরা ৩২০০ পিস মাস্ক তৈরি করেন। করোনা ভাইরাস প্রতিরোধে প্রতিবন্ধীদের তৈরিকৃত মাস্ক গুলো বিভিন্ন পেশাজীবী শ্রেণির ব্যবহার করবেন। এ লক্ষ্যে বিভিন্ন হাট-বাজার, গ্রামে গ্রামে বিনামূল্যে এসব মাস্ক বিতরণ করা হচ্ছে।

মাস্ক বিতরণকালে উক্ত প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান শিক্ষক লাল মনি আক্তার, প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক খাইরুল ইসলাম, ম্যানেজিং কমিটির সভাপতি শামসুর রহমান সহ স্থানীয় অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

ওই প্রশিক্ষণ কেন্দ্রের এমন উদ্যোগে প্রশংসায় ভাসছেন শিক্ষক-শিক্ষার্থীরা। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় তা আবারো প্রমাণ করে দিল তারা।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top