জামালপুরে এসিল্যান্ড স্বাস্থ্যকর্মী সহ আরো ৭জন আক্রান্ত

S M Ashraful Azom
জামালপুরে এসিল্যান্ড স্বাস্থ্যকর্মী সহ আরো ৭জন আক্রান্ত

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালপুর সদরের এসি ল্যান্ড ও স্বাস্থ্য বিভাগের পাঁচজনসহ নতুন করে আরো সাতজন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।

২মে সন্ধ্যায় পাওয়া নমুনা পরীক্ষার প্রতিবেদনে তাদের দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। জেলায় মোট ৭৪ জন করোনার রোগী শনাক্ত হল।

জামালপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষায় জামালপুর জেলায় নতুন করে আরো সাতজন করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে জামালপুর সদরের তিনজনের মধ্যে ভূমি বিভাগের সহকারী কমিশনার (এসিল্যান্ড) করোনায় আক্রান্ত হয়েছেন।

এসিল্যান্ড নারী ৩১ বছর। এছাড়া সিভিল সার্জন কার্যালয়ের একজন মালী (২৯) এবং সদর ইউএইচএফপিও কার্যালয়ের অফিস সহায়ক (৩৫) দেওয়ানগঞ্জ হাসপাতালের হারবাল সহকারী (৩৩)।

ইসলামপুরের ইউএইচএফপিও চিকিৎসক এ এ এম আবু তাহের জানান, নতুন করে করোনায় আক্রান্ত তিন ব্যক্তির মধ্যে উপজেলা হাসপাতালের হিসাবরক্ষক (৩৫) ও অ্যাম্বুলেন্স চালক মফিজুল হক (৫০) রয়েছেন। হিসাবরক্ষককে জামালপুর সদরের নান্দিনায় তার বাড়িতে আইসোলেশনে এবং অ্যাম্বুলেন্স চালককে হাসপাতালের আবাসিক ভবনে আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়াও ৩৮ বছর বয়সের নারায়ণগঞ্জ ফেরত রিক্সাচালক। এনিয়ে উপজেলায় ১০জন আক্রান্ত হলো।

সদরের ইউএনও ফরিদা ইয়াছমিন জানান- করোনা শনাক্ত হওয়ার সদরের এসি ল্যান্ড শহরের দেওয়ানপাড়ায় তার বাসায় আইসোলেশনে রয়েছেন।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top