
রবিবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ত্রাণ সামগ্রী বিতরণ কাজের উদ্বোধন করেন কাজিপুরের সাবেক এমপি তানভীর শাকিল জয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, যমুনা ব্যাংকের রাজশাহী জোনাল ম্যানেজার মঞ্জুরুল আহসান শাহ, সিরাজগঞ্জ জেলা ম্যানেজার আব্দুল মান্নান, যমুনা ব্যাংক কাজিপুর শাখার ম্যানেজার রাকিবুল কবির।
অন্যদের মধ্যে কাজিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, যুবলীগ সভাপতি বিপ্লব সরকার, সম্পাদক আলী আসলাম. সাবেক সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, সম্পাদক আবু সায়েম তালুকদার প্রমূখ উপস্থিত ছিলেন।