কাজিপুরে প্রকাশ্যে পাউবো’র বালু বিক্রি: আটক পাঁচ

S M Ashraful Azom
কাজিপুরে প্রকাশ্যে পাউবো’র বালু বিক্রি  আটক পাঁচ

কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরের মেঘাই পর্যটন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ফেলা বালু  বেকু মেশিন দিয়ে তুলে বিক্রির দায়ে পাঁচজনকে আটক করেছে কাজিপুর থানা পুলিশ। আটককৃতরা হলো  ইউসুফ, মিজান, স¤্রাট, হাসান, আশিক ও আসাদুল।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সেকসন অফিসার (এসও) হায়দার আলী মেঘাই ঘটনাস্থলে এসে আটককৃতদের বালু উত্তোলনরত অবস্থায় দেখে পুলিশকে খবর দেন।

এসময় পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। রাতে ওই অফিসার বাদী হয়ে আসাদুলকে বাদ দিয়ে পাঁচজনকে আসামী করে কাজিপুর থানায় মামলা দায়ের করেন।

কাজিপুর থানার অফিসার ইন চার্জ(ওসি) একেএম লুৎফর রহমান জানান, ‘রবিবার দুপুরে আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।’

উল্লেখ্য মেঘাই ঘাট এলাকায় বেশকটি বালু সিন্ডিকেট কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে গত মাসে কালেরকণ্ঠে সচিত্র প্রতিবেদন প্রকাশ হলে প্রশাসন অভিযান চালায়।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top