মেলান্দহের ১৫’শত ইমাম-মুয়াজ্জিনকে মির্জা আজমের ঈদ উপহার বিতরন

S M Ashraful Azom
মেলান্দহের ১৫’শত ইমাম-মুয়াজ্জিনকে মির্জা আজমের ঈদ উপহার বিতরন

সেবা ডেস্ক: বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসের পরিস্থিতিতে এবার তারাবিতে মুসল্লির সংখ্যা কম থাকায় আর্থিক সংকটে আছেন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা । এ অবস্থায় ব্যক্তিগত অর্থায়নে তাদের সহযোগিতায় এগিয়ে এসেছেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

২১ মে দুপুরে মেলান্দহ উপজেলা প্রশাসনের আয়োজনে মির্জা আজম অডিটরিয়ামে উপজেলার এক হাজার ৫০০ ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি চিনি, এক কেজি লবণ, এক প্যাকেট সেমাই ও সাবানসহ খাদ্য সামগ্রী উপহার তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

এ সময় মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) তামিম আল ইয়ামিন, মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহ প্রমূখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দেশে করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে বিশেষ মোনাজাত করা হয়।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top