সারাদেশের আরো ৬৯৭০টি কওমি মাদরাসায় প্রধানমন্ত্রীর অনুদান

S M Ashraful Azom
সারাদেশের আরো ৬৯৭০টি কওমি মাদরাসায় প্রধানমন্ত্রীর অনুদান

সেবা ডেস্ক: প্রতিশ্রুতি অনুযায়ী আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশের আরো ৬ হাজার ৯৭০টি কওমি মাদরাসায় ৮ কোটি ৬৩ লাখ ৪৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।

ইহসানুল করিম বলেন, এই টাকা ইলেকট্রনিক তহবিল স্থানান্তর (ইএফটি) পদ্ধতির মাধ্যমে ১৭ মে সংশ্লিষ্ট জেলার ডিসিদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ঢাকা বিভাগের দুই হাজার ২০২টি মাদরাসার জন্য দুই কোটি ৫৫ লাখ ৩০ হাজার টাকা, চট্টগ্রাম বিভাগের এক হাজার ২১১টি মাদরাসার জন্য এক কোটি ৭৭ লাখ ৬৫ হাজার টাকা এবং ময়মনসিংহ বিভাগের ৯৩৭টি মাদরাসার জন্য এক কোটি ৩১ লাখ টাকা দেয়া হযেছে।

পাশাপাশি, রংপুর বিভাগের ৮৩৯টি মাদরাসার জন্য ৯৪ লাখ ২৫ হাজার, রাজশাহী বিভাগের ৬৬২টি মাদরাসার জন্য ৭৪ লাখ ৪৫ হাজার, খুলনা বিভাগের ৪৩১টি মাদরাসার জন্য ৫৫ লাখ ৮০ হাজার টাকা, সিলেট বিভাগের ৪৮৬টি মাদরাসার জন্য ৪৮ লাখ ৬০ হাজার টাকা এবং বরিশাল বিভাগের ২০২টি মাদরাসার জন্য ২৬ লাখ ৩৫ হাজার টাকা দেয়া হয়।

প্রেস সচিব বলেন, মাদরাসার ছাত্রসংখ্যা একশ’ বা এর কম হলে ১০ হাজার টাকা, শিক্ষার্থীর সংখ্যা ১০১ থেকে ২০০ এরমধ্যে হলে ১৫ হাজার টাকা এবং ২০১ এর অধিক হলে ২০ হাজার টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৪ মে করোনাভাইরাস পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারের মধ্যে সাড়ে ১২শ’ কোটি টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে প্রদান করেন। এছাড়া পবিত্র ঈদুল ফিতরের আগেই দেশের সব মসজিদে আরো প্রায় সাত হাজার মাদরাসায় আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছিলেন।

শেখ হাসিনা বলেন, সরকার পবিত্র রমজানের আগেই প্রথম ধাপে ৬ হাজার ৯৫৯টি কওমি মাদরাসায় প্রায় ১০ কোটি টাকা অর্থ সাহায্য প্রদান করেছে।

তিনি বলেন, দ্বিতীয় ধাপে ঈদুল ফিতরের আগে আমরা আরো প্রায় ৭ হাজার মাদরাসায় অর্থ সাহায্য প্রদান করলাম। কোনো শ্রেণির মানুষই যেন অবহেলিত না থাকে সে জন্যই এই পদক্ষেপ নেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ঈদের আগেই সরকার সব মসজিদে আর্থিক সহায়তা প্রদান করবে। এ সময় তিনি বলেন, আমরা জানি মসজিদগুলো সামর্থ্যবান লোকদের অনুদান এবং মসজিদ কমিটির সাহায্যে পরিচালিত হয়। কিন্তু আমাদেরও এক্ষেত্রে দায়িত্ব রয়েছে। কাজেই সব মসজিদের তালিকা করতে বলা হয়েছে। আমরা সব মসজিদে অর্থ সহায়তা দেবো।

প্রধানমন্ত্রী রমজান উপলক্ষে যেসব মাদরাসায় প্রায় ১০ কোটি টাকার আর্থিক অনুদান দেন তার মধ্যে রংপুর বিভাগের ৭০৩টি, রাজশাহী বিভাগের ৭০৪টি, খুলনা বিভাগের ১০১১টি, বরিশাল বিভাগের ৪০২টি, ময়মনসিংহ বিভাগের ৩৯৭টি, ঢাকা বিভাগের ১৭৮০টি, চট্টগ্রাম বিভাগের ১৪৮১টি এবং সিলেট বিভাগের ৪৮১টি মাদরাসা রয়েছে।

দেশের কওমি মাদরাসা নেতারা করোনাভাইরাস পরিস্থিতিতে রমজান এবং ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর এই অনুদান প্রদানে অভিনন্দন জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top