সরিষাবাড়ি মেয়র-কাউন্সিলর হাতাহাতি, আহত-১০

S M Ashraful Azom
সরিষাবাড়ি মেয়র-কাউন্সিলর হাতাহাতি, আহত-১০
জামালপুরের সরিষাবাড়িতে মেয়র-কাউন্সিলরদের হাতাহাতির দৃশ্য

জামালপুর সংবাদদাতা
: জামালপুরের সরিষাবাড়ী পৌরসভায় মেয়র-কাউন্সিলরদের মধ্যে হাতাহাতির ঘটনায় কমপক্ষে ১০জন আহত হয়েছে।

এ সময় মেয়র রুকুনুজ্জামান রোকনের বিরুদ্ধে সশস্ত্র হামলার অভিযোগ করেছে কাউন্সিলররা। মেয়রের বিরুদ্ধে তাৎক্ষনিকভাবে সংবাদ সম্মেলনে কাউন্সিলররা এই অভিযোগ করেন।

কাউন্সিলরদের অভিযোগ, তিনি দুর্নীতি ও যৌন কেলেঙ্কারির দায়ে মেয়রের বিরুদ্ধে অনাস্থার জের ধরে আওয়ামী লীগ থেকে বহিষ্কার হন। এরপর রবিবার সকাল সাড়ে ১১টায় মেয়র রোকন ক্যাডার বাহিনী নিয়ে সশস্ত্র মহড়ায় পৌরসভায় প্রবেশের চেষ্টাকালে এই হট্রগোলের সৃষ্টি হয়। হট্রগোলে প্যানেল মেয়র মোহাম্মদ আলী, কাউন্সিলর কালা চাঁন পাল ও জহুরুল ইসলাম আহত হন। ওদিকে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সুমন চাকলাদার জানান-ঠিকাদারী কাজে তিনি পৌরসভায় উপস্থিত ছিলেন। এ সময় মেয়রের ক্যাডাররা তাকেসহ যুবলীগ কর্মী সাদ্দাম, নান্নু, কফিল, বাবু, লিটনকেও মারধর করে।

ঘটনার পরপরই পৌরমেয়র রুকনুজ্জামান রুকন ফেসবুক লাইভে বলেন, আমি পৌরসভায় প্রবেশ করার সময় কাউন্সিলররা ও যুবলীগের কর্মীরা আমাকে ও আমার দেহরক্ষীকে মারধর করেছে। 

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউন্সিলররা সংবাদ সম্মেলন করেন। প্যানেল মেয়র মোহাম্মদ আলী জানান, মেয়র পৌরসভায় অতর্কিত হামলা চালিয়েছে। সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক আরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।



ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top