
স্টাফ রিপোর্টার: “মানবতার সেবায় একধাপ এগিয়ে” স্লোগানে উজ্জীবিত হয়ে করোনার কর্মহীন মানুষের দুর্ভোগকালিন সময়ে কাজ করে যাচ্ছে সিরাজগঞ্জের অন্যরকম সামাজিক সংগঠন “আশার আলো ফাউন্ডেশন”।
১৩১ জন নারী কর্মীর তথ্য উপাত্ত যাচাই বাছাই করে জেলার হত দরিদ্র পাঁচশতাধিক অসহায় পরিবাকে মানবিক সহায়তা প্রদান করে এই সংগঠনটি ।প্রতিটি পরিবারকে দেয়া হয়েছে ১০ কেজি চাল, ২কেজি ডাল, ২কেজি ছোলা, ২লিটার তেল, ১প্যাকেট লবন, ১কেজি চিনি, ৪০০ গ্রাম খেজুর,আলু ২ কেজি, পিয়াজ ২ কেজি ও দুইটি সাবান।
এ সময় সংগঠনের প্রধান সমন্বয়কারী রাফা রেজওয়ানা মেধা জানান,"জনপ্রিয় সামাজিক সংগঠন ভয়েস অব কাজিপুর এর প্রতিষ্ঠাতা আশকার পাইন স্যার আমাদের আশার আলো ফাউন্ডেশনের পরিচালক। তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সংগঠনটি দ্রুত এগিয়ে যাচ্ছে,সম্পুর্ণ গোপনীয়তা রক্ষা করে।এবারের প্রোগ্রামগুলো সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত।যে মানবতার ডাকে কেউ সারা দেয়নি সেখানেই কাজ করবে আশার আলো ফাউন্ডেশন।
এসময় তিনি মানবিক সহায়তা প্রদাণ কর্মসূচীতে সহযোগিতাদান কারিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ স্বীকার করেন।
তিনি শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করেন সংগঠনের মাননীয় উপদেষ্টা নুরুন্নাহার , উপদেষ্টা কাজি মোশাররফ হোসেন,প্রোগ্রাম অফিসার ইসমত জেরিন, বিশেষ প্রতিনিধি মৌমিতা জাহান,রুবান ইসলাম, তিশা, চৈতী, রিয়া, কাজি রিতু প্রমুখকে।