
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: করোনার ছোবলে কর্মহীন হওয়া শেরপুরের শ্রীবরদীর তাতিহাটি ইউনিয়নে বকচর গ্রামের গরিব অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শনিবার বিকালে আগামি তাতিহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী মাওলানা মো.হারুন-অর-রশিদ রাসেলের নিজন্ব অর্থায়নে গরিব অহসায়দের মাঝে চাল, ডাল, তেল, সাবানসহ সবজি বিতরণ করা হয়।
এ সময় তিনি বলেন, আমি তাতিহাটি ইউনিয়নের গেরামারা, পোড়াগড়, বকচর, ঘোনাপাড়া, ষাইটকাকড়া, জানকিখিলা ও শালামারাসহ বিভিন্ন গ্রামের দরিদ্র অসহায় মানুষের জন্যে সামান্য সাহায্য দিয়ে তাদেরকে সহযোগিতা করছি। আগামিতেও সহযোগিতা করবো।