করোনা ভাইরাসকে জয় করলেন দেশের ৭২২ পুলিশ সদস্য

S M Ashraful Azom
করোনা ভাইরাসকে জয় করলেন দেশের ৭২২ পুলিশ সদস্য

সেবা ডেস্ক: বিশ্বে চলমান নভেল করোনা ভাইরাস যুদ্ধে বাংলাদেশ পুলিশের এ পর্যন্ত ৭২২ জন সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের উন্নত ও মানসম্মত ‘চিকিৎসা ও সেবায়’ সুস্থতার হার দ্রুততার সঙ্গে বাড়ছে।

শনিবার পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সংস্থাটির উপ-মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার পর্যন্ত নতুন করে ১৭৮ জন আক্রান্তসহ বাংলাদেশ পুলিশের ৩ হাজার ৫৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১২ জন দেশের জন্য করোনাযুদ্ধে সর্বোচ্চ ত্যাগ করে জীবন উৎসর্গ করেছেন।

এতে আরো বলা হয়, পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রামণ ঝুঁকি কমাতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য সর্বোত্তম সেবা-শুশ্রুষা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সব পুলিশ হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য পর্যাপ্ত সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে।

চলমান করোনাযুদ্ধে মাঠ পর্যায়ের প্রধান অগ্রসেনানী বাংলাদেশ পুলিশ। এ কারণে অনেক ঘাত-প্রতিঘাত সবার আগে পুলিশকে মোকাবিলা করতে হচ্ছে। তবুও একবিন্দু দমে না গিয়ে শক্ত মনোবল আর পূর্ণ উদ্যমে এগিয়ে চলছে বাংলাদেশ পুলিশ।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top