ফায়ার সার্ভিসকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম দিল যুক্তরাষ্ট্র

S M Ashraful Azom
ফায়ার সার্ভিসকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম দিল যুক্তরাষ্ট্র

সেবা ডেস্ক: প্রাণঘাতি করোনা ভাইরাস মোকাবিলায় সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ ফায়ার সার্ভিসকে সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস। রাষ্ট্রদূত আর্ল মিলার এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ইন্দো-প্যাসিফিক কমান্ডের প্রতিনিধিরা

সোমবার ফায়ার সার্ভিসের পরিচালক লে. কর্নেল জুলফিকার রহমানের কাছে সুরক্ষা সরঞ্জাম হস্তান্তর করেন।

যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামগুলো হস্তান্তর করা হয়েছে তার মধ্যে রয়েছে এক হাজার কেএন৯৫ সার্জিক্যাল মাস্ক, ২০০ মিলিলিটারের ৮০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার, ৫০০ জোড়া সার্জিক্যাল গ্লোভস, ৩০০টি (হ্যাজম্যাট) স্যুট, ১০০টি সুরক্ষামূলক মাস্ক এবং ৫০টি মেডিকেল গগলস। এসব উপকরণ ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানীয়ভাবে বাংলাদেশি কোম্পানিগুলোর কাছ থেকে সংগ্রহ করেছে।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশে যারা সম্মুখ সারিতে রয়েছেন সেসব প্রথম সাড়াদানকারীদের জন্য ২২ মিলিয়ন ডলারের বেশি সহায়তা দেয়া হয়েছে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top