যে কারণে দাঁতের ক্ষয়?

S M Ashraful Azom
যে কারণে দাঁতের ক্ষয়

সেবা ডেস্ক: সুন্দর মুখের হাসির আসল রহস্য হচ্ছে আমাদের দাঁত। যা আমাদের বিভিন্ন ভুলের কারনে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। দাঁত ক্ষয়, পোকা হওয়া বা মাড়ি ফুলে ব্যথা করা ইত্যাদি নানা সমস্যা অনেকেরই হতে দেখা যায়।
যদিও দাঁত ক্ষয় বা ডেন্টাল ক্যারিজ সাধারণ সমস্যা। তবে এই সমস্যা কেন হয় তা অনেকেই জানেন না। অথবা অনেকেই দাঁত ক্ষয় সম্পর্কে ভুল ধারণা রাখেন। ইউনিভার্সিটি ডেন্টাল কলেজের দন্ত্য সংরক্ষণ বিভাগের প্রধান ডা. আব্দুল মালেক কেন দাঁত ক্ষয়ের সমস্যা হয়, এই বিষয়ে কিছু তথ্য দিয়েছেন।

তিনি বলেন, আসলে দাঁত ক্ষয়ের কারণ কী, এটি আমরা এখনো স্পষ্টভাবে জানতে পারিনি। কিছু কিছু বিষয় এর জন্য দায়ী। যেমন- খাদ্যাভ্যাস, সময়, মুখের লালা, মুখের পরিবেশ। এসব একসঙ্গে হয়ে দাঁতের ক্ষয়রোগ হয়।

খাবার খেলে দাঁতে খাদ্যকণা লেগে থাকে। এসব খাবারের মধ্যে সবচেয়ে বেশি আক্রমণ করে পরিশোধিত চিনি। এটা খুব বেশি এর জন্য দায়ী।

তিনি আরো বলেন, খাওয়ার পর দাঁত মাজবেন। এটি খুব গুরুত্বপূর্ণ। আমরা যা খাই, তারই খাদ্যকণা দাঁতের মধ্যে লেগে থাকে। আরেকটি বিষয় হলো, প্রবণতা। সবার তো এই রোগ হয় না, যাদের প্রবণতা বেশি তাদের এই রোগ হয়ে থাকে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top