
কাজিপুর প্রতিনিধি: ‘মানুষ মানুষের জন্যে’ এই প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজিপুরের ইউপি সদস্য ফরিদুল ইসলাম বাবু পবিত্র রমজানে করোনায় ঘরে থাকা কর্মহীন সাড়ে তিনশ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার সোনামুখী ইউনিয়নের পাঁচগাছি গ্রামে ইউপি সদস্যে নিজ বাড়িতে সহায়তা সামগ্রী বিতরণ কাজের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। এসময় তিনি বলেন, ‘কাজিপুরের উন্নয়নের নেতা মোহাম্মদ নাসিম ও সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় সাহেবের নির্দেশে ইউপি সদস্য ও আ.লীগ নেতা ফরিদুল ইসলাম বাবু দরিদ্রদের সহায়তা করেছেন। এজন্যে তাকে ধন্যবাদ জানাই।’
এসময় মনসুর আলী কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ১০০ টি পরিবারকেও সহায়তা প্রদান করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, ইউপি সদস্য ফরিদুল ইসলাম, বঙ্গবন্ধু সরকারি কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম প্রমূখ।
কাজিপুরে সাড়ে তিনশ পরিবারকে সহায়তা দিলেন ইউপি সদস্য