দেওয়ানগঞ্জের কাঠারবিলে গতিপথ ভুল করে আসে ডলফিন

S M Ashraful Azom
0
দেওয়ানগঞ্জের কাঠারবিলে গতিপথ ভুল করে আসে ডলফিন

মোঃ ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলার  হাতিভাঙ্গা ইউনিয়নের কাঠারবিল নয়াপাড়া  বিলে মিলল বিলুপ্তপ্রায় শুশুক (ডলফিন)। ২৬জুন শুক্রবার ভোরে ৭ ফিট দৈর্ঘ এই জলজ প্রাণীটি অর্ধ মৃত অবস্থায় বিলের পানিতে ভেসে উঠলে স্থানীয়রা ডাঙ্গায় তুলে আনলে প্রাণীটি মারা যায়।

অভুতপুর্ব প্রাণীটি দেখতে মেঘ বৃষ্টি উপেক্ষা করে শত শত মানুষ ভীর জমাচ্ছে। এটি কি মাছ? নাকি  অন্য কোন নাম আছে কেউ সঠিক ভাবে  বলতে পারছে না। কেউ বলছে শুশুক, আবার কেউ বিরল প্রজাতির কোন মাছ বলেও আখ্যা দিচ্ছেন।

এ বিষয়ে সানন্দ বাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের জীব  বিজ্ঞানের  সাবেক সহকারী শিক্ষক আলহাজ্ব আজিজুর রহমান বলেন - এটি একটি শুশুক, বাংলাদেশে ২ ধরনের শুশুক পাওয়া যায়। একটির বৈজ্ঞানিক নাম Orcaella brevirostris এবং অপরটির বৈজ্ঞানিক নাম  Neophocaena phocaenoides । এরা শুশুক মাছ, শিশু বা শিশু মাছ, হউম মাছ, হচ্ছুম মাছ ইত্যাদি নামেও পরিচিত।

স্থানীয় লোকদের কাছে জানা যায়, সকালে মাছটি ভেসে উঠলে অনেকই মরা গরুর মতো পানিতে ভাসতে দেখে, মাঝে মাঝে নড়াচড়া করলে     উদ্ধার করতে কাছে যাওয়া হয়। উদ্ধারের পর দেখা যায় এটি গরু নয়, বৃহতকার একটি মাছ। তবে এটি কি মাছ কেউ বলতে পারেনি। জলজ প্রাণীটির ওজন প্রায় ১০৫ কেজি, দৈর্ঘ ৭ফিট।

তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি এটি একটি বিশালাকার মাছ। তবে কি মাছ কেউ বলতে পারে নি।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top