পাটুরিয়ার লঞ্চঘাটে যাত্রীসাধারণের সুরক্ষায় জীবানুনাশক ট্যানেল

S M Ashraful Azom
0
পাটুরিয়ার লঞ্চঘাটে যাত্রীসাধারণের সুরক্ষায় জীবানুনাশক ট্যানেল

সেবা ডেস্ক: বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে শিবালয় উপজেলার স্পর্শকাতর পাটুরিয়া লঞ্চ ঘাট এলাকায় যাত্রী ও জনসাধারণের সুরক্ষায় জীবানুনাশক পৃথক দু’টি ট্যানেল স্থাপন করেছে বিআইডব্লিউটিএ ও মানিকগঞ্জ জেলা পুলিশ। শনিবার বিকেলে এ ট্যানেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার শিবালয় সার্কেল তানিয়া সুলতানা।

এসময় শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মিজানুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, শিবালয় মডেল ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন আলাল, লঞ্চ-বাস মালিক সমিতি ও বিআইডব্লিউটিএ প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা সাংবাদিকদের জানান, করোনাকালীন সময়েও পাটুরিয়ায় লঞ্চ ও গণ-পরিবহনযোগে প্রত্যহ অসংখ্য যাত্রী চলাচল করছে। এদের প্রতি নির্মোহ ভালবাসা ও সুরক্ষার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে জীবাণুনাশক এ ট্যানেল স্থাপন করা হয়।

লঞ্চ ও গণপরিবহনের মালিক-শ্রমিক ও যাত্রী সাধারণসহ ঘাট সংশ্লিষ্টরা পুলিশ ও বিআইডব্লিউটিএ’র এমন উদ্যোগকে সাধূবাদ জানান।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top