
সেবা ডেস্ক: সারাদেশের প্রায় পাঁচ কোটি ভোটারকে মেয়াদোত্তীর্ণ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহারের সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন। সারাদেশে ১১ কোটি ভোটারের মধ্যে মাত্র অর্ধেক ভোটারকে স্মার্ট কার্ড দিতে সমর্থ হয়েছে ইসি। বাকিদের হাতে বিভিন্ন সময়ে দেওয়া লেমিনেটেড এনআইডির বেশিরভাগের মেয়াদোত্তীর্ণ।
গতকাল শনিবার ইসির আইডিয়া প্রোজেক্টের অফিসার ইনচার্জ (কমিউনিকেশন) স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯০ লাখ এনআইডি কার্ডের মেয়াদ ইস্যুর তারিখ থেকে দুই বছর দেওয়া হয়েছিল। এই ধরনের এনআইডির মেয়াদ অনির্দিষ্ট সময়ের জন্য বর্ধিত করা হলো।
বিজ্ঞিপ্তিতে আরও বলা হয়, সব ধরনের সাময়িক জাতীয় পরিচয়পত্র এখন থেকে বৈধ হিসেবে ব্যবহার করা যাবে। সকল সেবাদানকারী প্রতিষ্ঠান সেবা গ্রহীতার কার্ড এনআইডি সিস্টেম থেকে চেক করে প্রয়োজনীয় সেবা প্রদান করতে পারবেন। মেয়াদের কারণে সেবা গ্রহীতাকে কোনো সেবা প্রদান থেকে বঞ্চিত না করার জন্য অনুরোধ জানিয়েছে ইসি।
সংশ্নিষ্টরা জানান, বাংলাদেশ ব্যাংকসহ এর অধিভুক্ত সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল অপারেটর কোম্পানি এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন ইসির সার্ভার ব্যবহার করে নাগরিকদের তথ্য যাচাই করে থাকে। ইসি কর্মকর্তারা জানান, ২০১৭ সালের ভোটার তালিকা হালনাগাদের পর নতুন ভোটারদের দুই বছর মেয়াদি লেমিনেটেড এনআইডি দেওয়া হয়েছিল। ইসির পরিকল্পনা ছিল এই নতুন ভোটারদের দুই বছরের মধেই স্মার্ট এনআইডি কার্ড সরবরাহ করা হবে। কিন্তু তাদের ওই উদ্যোগ সফল হয়নি। এ ছাড়া ২০০৮ সালে ছবিসহ ভোটার আইডি কার্ড বিতরণের মেয়াদ দেওয়া হয়েছিল ১০ বছর। ওই ভোটারদের হাতে থাকা এনআইডির অর্ধেক ভোটারও স্মার্ট এনআইডি পাননি। তাদের হাতে থাকা ১০ বছর মেয়াদি এনআইডির মেয়াদ দুই বছর আগেই শেষ হয়ে গেছে।
ইসির পাঠানো বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ভোটারদের সবাই অনলাইন থেকে বিনামূল্যে নতুন এনআইডি কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। এ ছাড়া যাদের জাতীয় পরিচয়পত্রের পেছনে মেয়াদ উল্লেখ রয়েছে তারাও বিনামূল্যে ডাউনলোড করে নিজেরাই প্রিন্ট দিয়ে লেমিনেটিং করে ব্যবহার করতে পারবেন।
সর্বশেষ ভোটার হালনাগাদের পর দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২ জন। নতুন ভোটার বেড়েছে ৫৫ লাখ ৬৯ হাজার ৩০ জন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।