
সেবা ডেস্ক: ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলা জনিত পরিস্থিতিতে কর্মহীন ৬০০ দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের জিআর প্রকল্পের অধীনে শনিবার দুপুরে উপজেলার লংগাইর ইউনিয়নের মাইজবাড়িস্থ অস্থায়ী কার্যালয় ও উস্থি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
লংগাইর ইউনিয়নে বিতরণকালে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, ট্যাগ অফিসার ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সালমা আক্তার, ইউপি সদস্য মাহাবুল আলম রুবেল ঢালী, মকবুল হোসেন প্রমুখ।
ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব বলেন, আমাদের নেতা সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের নির্দেশে মহামারী করোনাভাইরাস মোকাবেলাজনিত পরিস্থিতিতে আমার ইউনিয়নের কর্মহীন, হতদরিদ্র প্রতিটি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।