রৌমারী বাজারে অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার মালামাল ভষ্মিভুত

S M Ashraful Azom
0
রৌমারী বাজারে অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার মালামাল ভষ্মিভুত

শফিকুল ইসলাম : কুড়িগ্রামের রৌমারী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি দোকান ও ২টি বাড়িসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল ভষ্মিভুত হয়েছে। শনিবার (২০ জুন) রাত সাড়ে ৮টার দিকে  রৌমারী বাজারে এঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রৌমারী বাজারের সোনালী   ব্যাংকের পূর্ব পাশে একটি  ফুড কোম্পানীর এজেন্ট গুডাউন ঘর থেকে আগুনের শিখা দেখতে পায় বাড়ির লোকজন। পরে কর্তিমারী (রৌমারী) ফায়ার সার্ভিস স্টেশনে সংবাদ দিলে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে নেওয়ার চেষ্টা করেন। ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর ১ ঘন্টা ব্যাপি আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।  এসময় বাড়ির লোকজনের ডাক চিৎকারে আগুন নিভানোর জন্য এগিয়ে আসেন এলাকাবাসি ।

দীর্ঘক্ষণ পর আগুন নিভাতে সক্ষম হলেও ক্ষতিগ্রস্থ দোকান মালিক সাজু মিয়ার গুডাউন ঘরে থাকা এটিহক লি: পিকনিক কোম্পানী, প্রমান্ড, রাজা বিড়ি, ডিজিটাল বিডি ওসান লি: এর প্রায় ১২ লক্ষ টাকা, রাজু মিয়ার টাইলস, আরএফএল সামগ্রী অন্যান্য মালামালসহ প্রায় ১৩ লক্ষ টাকা, নরেশের মোবাইলের দোকান ও অন্যান্য যন্ত্রাংশসহ ২ লক্ষ টাকা, শইমী ইমরান হিকিমের দোকানে সিসি ক্যামেরারর যন্ত্রাংশ ও পিকনিক কেক ও কমান্ড কয়েলসহ প্রায় ২লক্ষ টাকা, স্বপনের সেলুন ঘরে থাকা মালামাল প্রায় ৫ লক্ষ টাকা, মোজাফ্ফর হোসেন চায়ের দোকানে থাকা মালামাল প্রায় ৪ লক্ষ টাকা, কনিকা মেম্বাারের বসত বাড়ির আসবাপত্র ও ঘরসহ প্রায় ৪ লক্ষ টাকা, দোকান ঘর ও বাড়ির মালিক আলহাজ্ব রবিউল আলমের ঘর ও আসবাবপত্রসহ প্রায় ৮ লক্ষ টাকার মালামাল ভষ্মিভূত হয়। এতে সব মিলিয়ে প্রায় অর্ধকোটি টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়।

রৌমারী সদর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু বলেন, আগুন লাগার ঘটনাস্থলে ছিলাম ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকা করেছি এবং আমার ইউনিয়ন পরিষদ থেকে যতটুক সম্ভব সহযোগিতা করবো।

এব্যাপারে কর্তিমারী  (রৌমারী) ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত সাব অফিসার ময়নুল হক বলেন, রাত সাড়ে ৮টার পর অগ্নিকান্ডের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে পৌছি এবং ঘন্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। ধারনা করা হচ্ছে বিদুৎতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।

রৌমারী থানার অফিসার ইনচার্জ হাসান ইনাম জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং উদ্ধারকৃত মালামল হেফাজতে রাখার ব্যবস্থা করি।

উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান জানান, সংবাদ পেয়ে  ঘটনাস্থল যাই এবং সেখানে উপস্থিত থেকে আগুন নিভানোর সহযোগিতা করি। ক্ষয়ক্ষতির তালিকা করে সরকারি ভাবে আর্থিক সহযোগিতার চেষ্টা করবো।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top