
সেবা ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে র্যাবের অভিযানে ‘ইয়াবার বিকল্প’ ব্যথানাশক ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ৮টি ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত টাঙ্গাইল ঔষধ প্রশাসনের সার্বিক সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান।
টাঙ্গাইল র্যাব ১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ‘ইয়াবার বিকল্প’ ব্যথানাশক ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করছে কিছু অসাধু ফার্মেসী ব্যবসায়ীরা। এরই ধারাবাহিকতায় রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এলেঙ্গা বাসস্ট্যান্ডে পাশে ৮টি ফার্মেসীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ‘ইয়াবার বিকল্প’ ব্যথানাশক ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করার দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অপর ৭ ব্যবসায়ীকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোছা. নার্গীস আক্তারসহ অনান্যরা উপস্থতি ছিলেন। পরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ ধ্বংস করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।