কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে দরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে বিক্রির ৬২ বস্তা চাল আটক করেছে থানা পুলিশ। সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির আইসি পরিদর্শক গৌতম চন্দ্র মালী নিশ্চিন্তপুর ইউনিয়নের ডিগ্রি দোরতা বাজারে অভিযান চালিয়ে বস্তাগুলো আটক করেন। ওই বাজারের ব্যবসায়ী চান মিয়ার বন্ধ দোকান থেকে ২২ বস্তা এবং ইউসুফ মিয়ার দোকান থেকে ৪০ বস্তা চাল উদ্ধার করা হয়। পুলিশ এ সময় কাউকে আটক করতে পারেনি। এই ঘটনায় ওখানকান স্থানীয় চাল ব্যবসায়ী বাবর, তোতা, রফিকুল ও চান মিয়াকে নামীয় এবং অজ্ঞাত চারজনকে আসামী করে কাজিপুর থানায় মামলা দায়ের করেন স্থানীয় গ্রাম পুলিশ তোতা মিয়া।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার মামলার কথা স্বীকার করে জানান,“ আসামীদের আটকের চেষ্টা চলছে।”
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।