
শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারীর বন্দবেড় ইউনিয়নের পাখিউড়া গ্রামে কোভিড-১৯ রোগের উপসর্গ সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট, গলাব্যাথা নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (১ জুলাই) বিকালে রৌমারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোমেনুল ইসলাম ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তি গত ৫ দিন ধরে জ্বর, সর্দি, গলাব্যাথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। সকাল সাড়ে ১০ টায় তিনি মারা যান। মৃত ব্যক্তি হলেন সাবিনা খাতুন (২২)। গত (২৫ জুন) ঢাকা গাজিপুর থেকে উপসর্গ নিয়ে গ্রামের বাড়ি আসে। মৃত্যুর পর ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মোমেনুল ইসলাম ও রৌমারী থানার তদন্ত কর্মকর্তা মোন্তাছের বিল্লাহ এবং সহকারি কমিশনার (ভুমি) গোলাম ফেরদৌস ততা¡বধানে প্রক্রিয়া অনুসরণপ‚র্বক তার দাফন কাজ সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, এর আগে করোনা উপসর্গ নিয়ে শাহিমা ( ৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো দুই।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।