
সেবা ডেস্ক: চলতি বর্ষা মৌসুমে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে বাংলাদেশ সেনাবাহিনীর কুইক রেন্সপন্স টিম কাজ শুরু করেছে। এ ধরনের দশ টিম গঠন করা হয়েছে।
জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক লে. কর্নেল শাহ আলী জানিয়েছেন, এখন থেকে বর্ষা মৌসুমের পুরো সময়ে নগরীর ড্রেন এবং খালের আবর্জনা দ্রুত পরিষ্কার করবেন এ টিমের সদস্যরা। একইসঙ্গে কোন পয়েন্টে যখনই জলাবদ্ধতার সৃষ্টি হবে তখন তারা ঝাঁপিয়ে পড়বেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।