
সেবা ডেস্ক: গত ২৩ জুন গন মানুষের পাশে থেকে তাদের অর্থনৈতিক মুক্তি দিতে নিরলস সংগ্রামের ৭১ বছর পূর্ণ করছে বাংলাদেশ আওয়ামী লীগ। ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে দলটি এবার ব্যতিক্রমী কর্মকাণ্ড হাতে নিয়েছিল। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে আওয়ামী লীগ ঠিক একদিন আগে ২২ জুন একটি বিশেষ ওয়েবিনারের আয়োজন করে।
‘তারুণ্যের প্রত্যাশায় বাংলাদেশ আওয়ামী লীগ’ শীর্ষক এই ওয়েবিনার প্রচারিত হয় ২২ জুন রাত ৮.৩০ মিনিটে। অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হয় বাংলাদেশ আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজ (https://www.facebook.com/awamileague.1949/) এবং ইউটিউব চ্যানেলে (https://www.youtube.com/user/myalbd)।
আলোচনায় অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডঃ সেলিম মাহমুদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম কবির রাব্বানী চিনু এবং মারুফা আক্তার পপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলি ফরহাদ।
অসাম্প্রদায়িক চেতনা তরুণদের মাঝে ছড়িয়ে দিতে বাংলাদেশ আওয়ামী লীগের নেয়া পদক্ষেপের কথা জানালেন মারুফা আক্তার পপি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।