বকশীগঞ্জ পৌরসভা কার্যালয় ও ইউপি কার্যালয় লকডাউন ঘোষনা

S M Ashraful Azom
0
বকশীগঞ্জ পৌরসভা কার্যালয় ও ইউপি কার্যালয় লকডাউন ঘোষনা

বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার তিন কর্মকর্তা-কর্মচারীর করোনা শনাক্তের পর পৌরসভা কার্যালয় লকডাউন ঘোষনা করা হয়েছে। একই সঙ্গে পৌরসভার পাশে বকশীগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবনও লকডাউন করা হয়েছে। বুধবার সকাল থেকে ৭ দিনের জন্য সকল কার্যক্রম বন্ধ রেখে লকডাউন কার্যকর করা হবে।

জানা গেছে, গত ৩ জুলাই থেকে পর্যায়ক্রমে বকশীগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী সহ ১৬ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়।

এর মধ্যে বকশীগঞ্জ পৌরসভার সচিব সহ ৩ জনের করোনা শনাক্ত পাওয়া যায়। এ নিয়ে ৭ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের মাসিক সভায় বকশীগঞ্জ পৌরসভা কার্যালয় ও পাশের বকশীগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবন লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ.স.ম.জামশেদ খোন্দকার প্রতিষ্ঠান দুটির কার্যক্রম ৭ দিনের জন্য বন্ধ ঘোষনা করেন লকডাউন ঘোষনা করেন।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, বকশীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এলবাট মিয়া সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top