সিলেট সীমান্তে হত্যা বন্ধে বিজিবির বিশেষ উদ্যোগ

S M Ashraful Azom
0
সিলেট সীমান্তে হত্যা বন্ধে বিজিবির বিশেষ উদ্যোগ

সেবা ডেস্ক: সিলেট সীমান্তে হত্যা বন্ধে বিজিবি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। গত রোববার সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহমেদ ইউসুফ জামিল প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ মে থেকে ৫ জুলাই পর্যন্ত সিলেট জেলার গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ এবং জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী জনসাধারণ গরু ও সুপারি চোরাচালান, আনারস, কাঁঠাল চুরি ইত্যাদি কারণে অবৈধভাবে এবং অসৎ উদ্দেশ্যে সীমান্ত পার হয়ে ভারতের অভ্যন্তরে গমনাগমনের মাত্রা সম্প্রতি বৃদ্ধি পেয়েছে। গত ৩ মাসে এ জাতীয় অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধের দরুন ভারতীয় খাসিয়া নাগরিক এবং বিএসএফের গুলির আঘাতে উল্লেখিত সীমান্তবর্তী এলাকার ৮ জন আহত ও ৪ জন বাংলাদেশী নাগরিক নিহত হয়েছে।

এর প্রেক্ষিতে সীমান্ত দিয়ে বাংলাদেশি নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির এলাকায় জনসচেতনতামূলক কর্মকাণ্ড এবং টহলদারী ছাড়াও বেশকিছু ব্যবস্থা গ্রহণ করেছে।

এর মধ্যে রয়েছে সংশ্লিষ্ট সকলকে অর্থাৎ স্থানীয় প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদেরকে সম্পৃক্ত করে ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ। অনাকাঙ্ক্ষিত সীমান্ত হত্যার ব্যাপারে প্রতিপক্ষ বিএসএফকে নিন্দামূলক প্রতিবাদলিপি প্রেরণসহ অপরাধী/হত্যাকারী খাসিয়া নাগরিকদের আইনের আওতায় আনার তাগিদ প্রদান ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। সীমান্তে অনুপ্রবেশ রোধ নিরুৎসাহিত করার জন্য সীমান্তবর্তী এলাকার জনসাধারণের কর্মসংস্থান সৃষ্টি করে তাদেরকে স্বাবলম্বী করতে স্থানীয় প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধিসহ এনজিও সমূহকে সম্পৃক্ত করার পদক্ষেপ আরও জোরদার করা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলমান বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক মন্দা ও কর্মকাণ্ড হ্রাসের কারণে সীমান্তবর্তী এলাকার জনসাধারণ কর্মহীন ও অসহায় হয়ে পড়েছে। বিশেষত করোনা পরিস্থিতিতে তাদের জীবন-জীবিকা আরও প্রকট আকার ধারণ করতে পারে। এই উপলব্ধি বিবেচনায় সীমান্তবর্তী জনগণকে অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত রাখা অতীব জরুরি।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বিজিবি সিলেট সেক্টরের উদ্যোগে সিলেট জেলার সীমান্তবর্তী অসহায় ও হতদরিদ্রদের বিকল্প আয়ের উৎস হিসেবে ‘আলোকিত সীমান্ত’ প্রকল্পের আওতায় হতদরিদ্রদের মধ্য হতে আগ্রহী জনসাধারণকে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে উদ্যোক্তা নির্বাচনের কার্যক্রম চলমান রয়েছে।
 

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top