
সেবা ডেস্ক: নিজ দেশ মায়ানমার থেকে নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য চাল পাঠিয়ে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে চীন।
ঢাকায় চীন দূতাবাস গত রবিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, রোহিঙ্গাদের জন্য চাল দিয়ে চীন সরকার বাংলাদেশ সরকারকে সহযোগিতা করছে।
চীন দূতাবাস জানায়, চীন সরকার মানবিক সহায়তা হিসেবে এখন পর্যন্ত তিন দফায় এক হাজার ৩১৮ টন চাল চীন থেকে কক্সবাজারে পাঠিয়েছে। এর মধ্যে ৭০০ টন ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। অবশিষ্ট ৬১৮ টন চাল শিগগিরই বিতরণ করা হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।