
সেবা ডেস্ক: প্রাণঘাতি নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মুক্ত হলেন টাঙ্গাইলের গোপালপুরের করোনা আক্রান্তের আরও ৫ রোগী। এনিয়ে উপজেলায় সুস্থের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩০ জনে। আর বর্তমানে চিকিৎসাধীন হোম আইসোলেশনে রয়েছে ৬ জন। মোট করোনা রোগীর সংখ্যা ৩৬ জন। করোনা মুক্ত নতুন ব্যক্তিরা হলেন- উপজেলার উত্তর গোপালপুর এলাকার হাসান আলী (৫৫), কাহেতা এলাকার আব্দুল মজিদ (৫৬), নিলুফা বেগম (৩০), শিমলা এলাকার তরিকুল ইসলাম (২৫) ও জোত আতাউল্লাহ উল্লাহ এলাকার মোজাম্মেল হক (৫০)। মঙ্গলবার (০৭ জুলাই) বিকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা ডা: আলিম আল রাজী এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত মাসের ২১ ও ২৩ জুন তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠালে তাদের ফলাফল পজেটিভ আসে। পরে তাদের হোম আইসোলেশনে রাখা হয়। কিছুদিন পর পুর্নরায় তাদের নমুনা নেয়া হলে আজ মঙ্গলবার তাদের ফলাফল নেগেটিভ জানানো হলে করোনা মুক্ত ছাড়পত্র প্রদান করাসহ ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।