
এম. তাজুল ইসলাম, সারিয়াকান্দি, বগুড়া: বগুড়ার সারিয়াকান্দিতে ভেলাবাড়ী ইউনিয়নের জোড়গাছায় ২০১৮-২০১৯ অর্থ বছরে এলজিএসপি-৩ (বিবিজি), বাস্তবায়ন-২০১৯-২০২০ অর্থ বছরে ৩ লক্ষ ২৪ হাজার ৬'শ পঞ্চাশ টাকা মূল্যে জোড়গাছা মধ্যপাড়া লিয়াকত আলীর বাড়ীর সামানের রাস্তা হতে শাওনের বাড়ী পর্যন্ত রাস্তার পূর্ব পাশ্বে ৩৭মিটার দৈর্ঘ্যের প্যালাসাইডিং নির্মাণ ও প্যালাসাইডিং এ মাটি ভরাট এবং ৪ দশমিক ৮৮ মিটারের একটি কালভার্ট নির্মাণ কাজ সম্পন্ন করা হয়।
সম্প্রতি ভারি বর্ষণে কালর্ভাট ও প্যালাসাইডিং এর কাছ থেকে মাটি সড়ে গিয়ে বড় ধরণের গর্তের সৃষ্টি হওয়ায় এবং এক সপ্তাহেও সড়কটি সংস্কারে স্থানীয় সরকারের কোনো উদ্যোগ না থাকায় স্থানীয়দের যানচলাচল সহ পথচারিদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
রনি ইসলাম, শাহাদাৎ হোসেন, রেজাউল, আব্দুল মোমিনসহ অনেকেই বলেন, গ্রামীণ জনপদের মধ্যে এটি একটি অতি গুরুত্ত্বপূণ সড়ক। পূর্বে প্রতি বর্ষা মৌসুমে উঠান বাড়ির সমস্ত পানি সড়কের উপর দিয়ে পুকুরে পড়ত। ফলে সড়ক ভেঙ্গে পুকুরে বিলীন হয়ে যেত। ফলে আমাদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। এখানে কালভার্ট দেওয়ায় আমাদের ভোগান্তি নিরসনের আশ্বাস পাই। সম্প্রতি নির্মিত কালভার্টের পশ্চিম পাশ্বের মুখ বন্ধ করে দেওয়ায় পানি পারাপারের প্রতিবন্ধকতায় সড়কটি পূর্বের ন্যায় ভোগান্তির সৃষ্টি হয়েছে। এদের মধ্যে একজন অভিযোগ করেন, এবিষয়ে স্কীমের আহ্বায়ক ও ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মন্ডলের সহযোগীতা চেয়েও কোনো কাজ হয়নি। সমস্যাটির স্থায়ী সমাধানে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
এ ব্যপারে ভেলাবাড়ি ইউপি চেয়ারম্যান মোঃ রুবেল উদ্দীনের সাথে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করে হলে তিনি কল রিসিভ না করায় কোনো মতামত পাওয়া যায়নি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।