
রফিকুল আলম,ধুনট (বগুড়া) : তালিকায় নাম থাকার পরও বগুড়ার ধুনট উপজেলায় প্রায় ৫৩ শতাংশ হতদরিদ্র পরিবারের কাছে মানবিক সহায়তার নগদ ২ হাজার ৫০০ টাকা পৌঁছেনি। তালিকায় নাম থাকা সত্তে¡ও টাকা না পাওয়ায় হতাশায় রয়েছেন এসব পরিবারের লোকজন। তবে তথ্যে গরমিল থাকায়, টাকা পেতে দেরি হচ্ছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধিরা।
ইউএনও অফিস সূত্রে জানা গেছে, করোনা দূর্যোগে কর্মহীন ৫০ লাখ পরিবারকে ঈদুল ফিতর উপলক্ষে আড়াই হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কার্যক্রমের অংশ হিসেবে ধুনট উপজেলায় ১টি পৌরসভা ও ১০ ইউনিয়নের জনপ্রতিনিধিরা ৭ হাজার ৮৬২ জনের নামের তালিকা চুড়ান্ত করেন। তালিকায় রয়েছেন-দিনমজুর, রিকশা ও ভ্যানচালক, হকার, নির্মাণ শ্রমিক, কৃষি শ্রমিক, পোলট্রি খামারের শ্রমিক, বাস-ট্রাকের পরিবহন শ্রমিক ও রেস্টুরেন্টের কর্মচারীসহ নি¤œ আয়ের নানা পেশার মানুষ।
ঈদুল ফিতরের আগে (১৮মের মধ্যে) মোবাইল ব্যাংকিং বিকাশ, রকেট, নগদ ও শিওরক্যাশের মাধ্যমে প্রতিটি পরিবার নগদ ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা পাওয়ার কথা ছিল। কিন্ত তালিকায় নাম থাকা সত্বেও এ উপজেলায় ৪ হাজার ১১০ জনের হাতে টাকা পৌছেনি। তবে তালিকাভুক্ত মোট ৭ হাজার ৮৬২ জনের মধ্যে আড়াই হাজার টাকা করে মানবিক সহায়তা পেয়েছেন মাত্র ১ হাজার ৯২৬জন।
উপজেলার পিরহাটি গ্রামের নবিদুল ইসলাম জানান, তালিকায় নাম থাকা অনেকে টাকা পেয়েছেন, আবার অনেকে টাকা পায়নি। আমি এখনও পাইনি। ইউপি চেয়ারম্যান বলছেন তথ্য জটিলতায় কারণে ধীরে ধীরে টাকা পৌছে দিচ্ছেন। তবে সব তথ্য ঠিক থাকার পরও আজ পর্যন্ত আমি টাকা পাইনি।
উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুন-অর রশিদ সেলিম বলেন, জাতীয় পরিচয়পত্রের নম্বরের সাথে নিবন্ধিত মোবাইল নম্বরের মিল নেই। আবার তালিকায় নাম থাকলেও মোবইল নম্বর অন্যের। এ ধরনের বেশকিছু তথ্যের গড়মিল থাকায় সুবিধাভোগীদের হাতে টাকা পৌছেনি। তথ্য যাচাই-বাছাই ও সংশোধণের মাধ্যমে সঠিক করে তালিকা তৈরী করা হচ্ছে। তবে, বাজারে সিমকার্ড সংকটের কারণে এ কাজের কিছুটা বিঘœ ঘটছে।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চয় কুমার মহন্ত বলেন, তালিকায় নাম থাকা সত্বেও তথ্য গড়মিল থাকায় সুবিধাভোগীদের হাতে যথাসময়ে টাকা পৌছেনি। তবে যারা টাকা পায়নি, তাদের তথ্য যাচাই বাছাই ও সংশোধন করে সঠিক তালিকা তৈরী করা হচ্ছে। এই তালিকা দুই একদিনের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর পর সুবিধাভোগীরা টাকা পাবেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।