
সেবা ডেস্ক: টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের কাশিনগর, বেগুনটাল, ভাঙ্গাবাড়ি ও কৃষ্টপুর এলাকায় আজ বুধবার দুপুরে টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদ্যস মো: ছানোয়ার হোসেনের উদ্যোগে প্রায় ৯শত বন্যাকবলিত অসহায় মানুষের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে।
ত্রান বিতরণকালে উপস্থিত ছিলেন ১০নং হুগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: তোফাজ্জল হোসেন খান তোফাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় ৯শত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল দেওয়া হয়।
উল্লেখ্য, গত কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির ঢলে জেলার অধিকাংশ অঞ্চলে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এতে পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে কয়েক লাখ মানুষ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।