![]() |
বন্যার্তদের জন্য রুটি বানাচ্ছেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক মোখলেছুর রহমান |
উদ্বোধনী দিনে রুটি বানানোর কাজে আরো অংশ নেন জামালপুরের পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোখলেছুর রহমান ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কবির উদ্দিন। এছাড়াও জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরাও এই রুটি বানানোর কাজে অংশ নিচ্ছেন। জামালপুর সদর থানায় কর্মরত নারী পুলিশ সদস্যরাও এই মানবিক কাজে অংশ নেওয়ার কথাও বলে গেছেন পুলিশ সুপার।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এ প্রতিবেদককে বলেন, জেলার সাতটি উপজেলায় বন্যার্ত পরিবারগুলোর অনেকেরই রান্না করে খাওয়ার পরিস্থিতি নেই। তাই উপজেলা প্রশাসন স্থানীয়দের সহযোগিতায় গত কয়েকদিন ধরে উপজেলা পর্যায়ে এমনকি কোথাও কোথাও ইউনিয়ন পর্যায়ে বন্যা দুর্গত এলাকায় রান্না করা সবজি খিচুরি ও রুটি বিতরণ করে আসছে। উপজেলা পর্যায়ে রুটির পর্যাপ্ত চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে আমরা সার্কিট হাউজে রুটি বানানো অব্যাহত রাখবো। বন্যার কারণে এই মানবিক বিপর্যয়ের সময়ে সবার সহযোগিতা চেয়েছেন জেলা প্রশাসক।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।