
গাইবান্ধা জেলা প্রতিনিধি: ব্রহ্মপুত্রের পানি ৭ জুলাই মঙ্গলবার সকালে কমে গিয়ে বিপদসীমার নিচে যাওয়ায় গাইবান্ধার কোন নদীর পানি এখন আর বিপদসীমার উপরে নেই। তবে গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ি উপজেলায় করতোয়া নদীর পানি আশংকাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় ওই এলাকার মানুষের মধ্যে বন্যা আতংক বিরাজ করছে। গত সোমবার বিকাল ৩টা থেকে মঙ্গলবার বিকাল ৩টা পর্যন্ত ২৪ ঘন্টায় করতোয়ার পানি গোবিন্দগঞ্জের কাটাখালি পয়েন্টে ৯১ সে.মি. বৃদ্ধি পেয়েছে। অপরদিকে তিস্তার পানিও মঙ্গলবার সকাল থেকে বাড়ছে। সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত গত ৯ ঘন্টার তিস্তার পানি ৭ সে.মি. পানি বৃদ্ধি পেয়েছে। তবে করতোয়া ও তিস্তার পানি এখনও বিপদসীমার নিচে রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের গাইবান্ধা নির্বাহী মো. মোখলেছুর রহমান বলেন, করতোয়ার পানি আগামী দুইদিনের মধ্যে থেমে যাবে। আতংকিত হওয়ার কিছু নেই। এদিকে ব্রহ্মপুত্র, ঘাঘট নদীর পানি নেমে যাওয়ার সাথে ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলার নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় ব্যাপক শুরু হয়েছে। এ তিনটি উপজেলার ১৩টি পয়েন্টে গত দুইদিনে প্রায় দেড় শতাধিক ঘরবাড়ি ও প্রচুর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।