
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি : প্রবল বর্ষণ ও ওজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতীর ৪টি ইউনিয়ন ও নালিতাবাড়ীর ১টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব ইউনিয়নের অন্তত দুই হাজার পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে সবজীর আবাদ ও আমনের বীজতলা।
গত রবিবার ঝিনাইগাতী উপজেলার মহারশী নদীর পানি বৃদ্ধি পেয়ে সদর, ধানশাইল, হাতিবান্দা ও মালিঝিকান্দা ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব ইউনিয়নের বেশ কিছু বাড়ি ঘরেও পানি ঢুকেছে। নালিতাবাড়ী উপজেলার ভূগাই নদীর বাঁধ ভেঙ্গে মরিচপুরান ইউনিয়নের অন্তত ৮টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন পানি বন্দি এলাকার লোকজন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।