ইসলামপুরে পূর্ব শত্রুতায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

S M Ashraful Azom
0
ইসলামপুরে পূর্ব শত্রুতায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে পূর্ব শুক্রতার জেরে প্রতিপক্ষের বাড়িঘর  দফায় দফায় ভাঙচুর ও লুটপাট করাসহ বাড়িতে প্রবেশ পথের সবগুলো রাস্তা বন্ধ করে দিয়েছে প্রতিবেশীরা। ফলে ভূক্তভোগিদের নিজের বসতভিটা ও বাড়িঘরে ঢুকতে না পারার অভিযোগ উঠেছে।

ভোক্তভোগীদের অভিযোগে জানা যায়, নাপিতেরচর নতুন শাহপাড়া গ্রামের দুলাল, ফুলু মিয়া, হাইবর, হুজুর আলী গংরা স¤প্রতি জমি সংক্রান্ত বিরোধে একটি হত্যা মামলা করায় পুলিশী গ্রেফতার এড়াতে অন্যত্র আত্মগোপনে রয়েছে। ইতোমধ্যে অনেকেই আবার পুলিশের হাতে আটক হয়ে আদালতে জামিন পেয়েছেন। এঘটনার জেরে সুযোগ বুঝে হত্যা মামলার বাদী পক্ষের লোকজন গত রবিবার রাতের আসামীদের ঘরবাড়ি ভাংচুর করে ঘরের টিনের বেড়াসহ বিভিন্ন জিনিসপত্র লুটে নিয়ে গেছে। এখন  শুধু বসতভিটা পড়ে আছে। এর আগে গত ২৫ এপ্রিল গভীর রাতে পাশ্ববর্তী মালপাড়া গ্রামের তাদের আত্মীয় স্বজন গণহারে তাদের বসতবাড়িতে ঢুকে গবাদি পশুসহ অন্তত অর্ধকোটি টাকার মালামাল লুট করা হয়েছে।

ঘটনাটি ৭জুলাই সরেজমিনে গেলে ভূক্তভোগি ফুলু মিয়ার স্ত্রী সাজেদা বেগম জানান, ‘আমাদের থাকার ঘরের বেড়া পর্যন্তও খুলে নিয়ে গেছে তারা। ক্ষেতের ফসল ইরি ধান কাটতে দেওয়া হয়নি। পাট ক্ষেতও দখল করা হয়েছে।এছাড়াও গত ২৫ এপ্রিল গভীর রাতে অর্ধশত লোকের একটি দল দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে আমার গোয়াল ঘর থেকে প্রায় সাড়ে ৪লাখ টাকার মূল্যের ৬টি গরু,২০মণ শুকনা মরিচ, ৫মণ গম, ৫মণ সরিষা নিয়ে গেছে।

দুলাল মিয়ার স্ত্রী মাজেদা বেগম জানান, ‘আমাদেরও প্রায় ৪লাখ টাকার মূল্যে ৪টি গরু নিয়েছে।’ এছাড়া সফি মিয়ার ৩টি ছগল, ১টি ফ্রিজ, বাবুল মিয়ার আড়াই লাখ টাকা মূল্যের ৩টি গরু, রফিক মিয়ার সোয়া লাখ টাকা মুল্যের গাভী ও বাছুর, হাইবর মিয়ার ৩টি গরু নিয়েছে ।

ভূক্তভোগি ফুলু মিয়ার মেয়ে ফুলেরানীসহ আসামী পক্ষের মনোয়ারা,সাজেদা,ফুলমালাসহ অনেক পরিবারের অভিযোগ,জমি সংক্রান্ত বিরোধে উভয় পক্ষের মারামারিতে কার আঘাতে একজন মারা গেছে জানিনা, তবে তারা আদালতে আমাদের বিরোদ্ধে হত্যা মামলা করেছে ; আইনের বিচার হবে। এতে যদি আমাদের ফাসিঁ হই হবে। তারা আমাদের বাড়িঘর দফায় দফায় ভাঙচুর ও লুটপাট করবে কেন। আমরা এর বিচার চাই। এ ব্যাপারে ‘লুটতরাজের বিষয়ে আমি বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত পুলিশের পক্ষে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।’বলেও তারা সাংবাদিকদেন কাছে অভিযোগ করেন।
এ ব্যাপারে ভোক্তভোগী ফুলু মিয়ার প্রতিবেশী মামলা বাদী পক্ষে শাহবদ্দীনের সাথে কথা হলে তিনি জানান,তারা আমাদের লোককে মেরে ফেলেছে,আমরাই কি বসে থাকবো। সব রাস্তা বন্ধ করে দিয়েছি।

এ ব্যাপারে হত্যা মামলার বাদী বুকুল মন্ডলের ভাই আকুলের সাথে কথা হলে তিনি উপরোক্ত অভিযোগগুলি অস্বীকার করে বলেন,আমার ভাতিজা মারা গেছে,আদালতে আইনের আশ্রয় নিয়েছি। কে কার বাড়ি ঘর ভাঙচুর লুটতরাজ করেছে জানিনা।  তবে হয়তো তারা হত্যা মামলা থেকে বাচঁতে নিজেদেও বাড়িঘর ভাঙচুর করেছে।

এ ব্যাপারে ইসলামপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন  জানান, হত্যা মামলা থেকে বাচঁতে আসামীরা নিজেদের বাড়িঘর ভাঙচুর করতে পারে। তবে এ ব্যাপারে তিনি কোন অভিযোগ পাননি।

এ ব্যাপারে পুলিশের ইসলামপুর সার্কেলের এএসপি মো. সুমন মিয়া জানান,‘ক্ষতিগ্রস্তরা অভিযোগ দিলে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top