
কাজিপুর প্রতিনিধি: গত এক সপ্তাহ যাবৎ যমুনার কাজিপুর পয়েন্টে কমছে পানি, ভাঙছে আবাদী জমি, ঘরবাড়ি। বিশেষ করে যমুনা নদীতীঁর সংরক্ষণ প্রকল্পের বাইরের অংশে ভাঙ্গন তীব্রতা বেড়েছে। বুধবার (৮ জুলাই) কাজিপুর সদর ইউনিয়নের কাটাতলা নৌকাঘাটে সরেজমিনে গিয়ে দেখা গেছে ঘাটের প্রায় ১শ মিটারের মধ্যে তীব্র ভাঙ্গন শুরু হয়েছে।
ইতোমধ্যে ঘাট এলাকার পঞ্চাশটির মতো ঘর-বাড়ি ও মহল্লার ছোট কয়েকটি দোকান অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে।
গতকাল থেকে ভাঙ্গন ঠেকাতে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের লোকজন জিও ব্যাগে বালি ভরে ড্যাম্পিং শুরু করেছে। তবে এ কাজে একটিমাত্র নৌকা ব্যবহারের ফলে কাজের ধীরগতিতে স্থানীয়রা অসন্তোষ প্রকাশ করেছেন। এছাড়া এই ভাঙন এলাকার মাত্র ৩শ মিটার উজানে বুধবার দুপুর থেকে আকস্মিক ভাঙ্গন শুরু হয়েছে। এতে বেশকিছু আবাদি জমি সহ কয়েকটি গাছের বাগান নদীর পেটে চলে গেছে। স্থানীয় লোকজন এখানেও ভাঙ্গন ঠেকাতে দ্রæত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী জানান, ‘“ভাঙ্গন ঠেকাতে আরও কার্যকর ব্যবস্থা নেয়ার জন্যে পাউবো সাথে কথা বলেছি। আশা করছি দ্রæত তারা কাজের গতি দ্রুত করবেন।”
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।