মির্জাপুরে নতুন ১৩ জন করোনায় আক্রান্ত

S M Ashraful Azom
0
মির্জাপুরে নতুন ১৩ জন করোনায় আক্রান্ত

সেবা ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় চার নারীসহ নতুন করে ১৩ জনের শরীরে প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে মির্জাপুর উপজেলায় ২৩৩ জন করোনায় সংক্রমিত হলেন।

নতুন আক্রান্তদের মধ্যে উপজেলা সদরের পোস্টকামুরী গ্রামের এক ব্যক্তি (৬২), বাইমহাটী গ্রামের এক নারী (৩২), ইউনিয়নের উত্তর কাওয়ালজানী গ্রামের এক নারী (২০), আনাইতারা ইউনিয়নের আটিয়া মামুদপুর গ্রামের এক ব্যক্তি (৩০) ও তাঁর স্ত্রী (৩০), গোড়াই ইউনিয়নের গোড়াই গ্রামের এক ব্যক্তি (২৬), রানারচালা গ্রামের একজন (৩৫), বালুমাঠ গ্রামের এক নারী (২৮), মঈননগর গ্রামের এক ব্যক্তি (৪৪), বটটেকী গ্রামের একজন (২৭), খামারপাড়া গ্রামের এক ব্যক্তি (৪৪); জামুর্কী ইউনিয়নের পাকুল্যা গ্রামের এক ব্যক্তি (৫২) ও বানাইল ইউনিয়নের নরদানা গ্রামের একজন (৪১) রয়েছেন।

মির্জাপুরে সব মিলিয়ে ২৩৩ জন কোভিড রোগীর মধ্যে পাঁচজন জন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ৬৪ জন। অন্য ১৬৪ জন নিজের বাড়িতে ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে মির্জাপুরে কোভিড আক্রান্তের সংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় উপজেলার কেন্দ্রস্থল মির্জাপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে গত ১৬ জুন থেকে শুরু হওয়া লকডাউন গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। ওই সময় ৩ নম্বর ওয়ার্ডে শুধু ব্যবসাপ্রতিষ্ঠান নয়, কাঁচাবাজারসহ মির্জাপুরের সাপ্তাহিক হাটও বন্ধ ছিল। তবে লকডাউন থাকলেও কোভিড সংক্রমণের হার কমার দিকে কোনো লাভ হয়নি বলে স্থানীয় কয়েকজন মন্তব্য করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা খানম বলেন, আক্রান্ত ব্যক্তিদের বাড়ি এবং তাঁদের আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন (অবরুদ্ধ) করার প্রস্তুতি চলছে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top