
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে যমুনার দূর্গমচরাঞ্চল কাশারীডোবা গ্রামে ফরিদুল হক খান দুলাল এমপি নামক বাজার উদ্ধোধন ও বন্যার্তদের মাঝে ত্রানসামগ্রী বিতরন করা হয়েছে।
উপজেলার সাপধরী ইউনিয়নের কাশারীডোবা গ্রামে শুক্রবার দুলাল এমপি বাজার কমিটি আয়োজনে দোয়া মাহফিলের মধ্যদিয়ে সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. জামাল আব্দুন নাছের বাবুল, ফরিদুল হক খান দুলাল এমপি নামীয় নব নির্মিত বাজারের উদ্ধোধন ও বন্যার্তদের মাঝে ত্রানসামগ্রী বিতরন করেন।
এতে ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, বেলগাছা ইউপি চেয়ারম্যান আঃ মালেক,চিনাডুলী ইউপি চেয়ারম্যান আঃ সালাম,উপজেলা ছাত্রলীগ সা.সম্পাদক আলহাজ মিয়া উপস্থিত ছিলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম মন্ডলের সভাপতিত্বে সিঙ্গাপুর প্রবাসী সবুজ মিয়া ও রুবেল মিয়ার সহযোগীতায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সদস্য আ:বাছেদ মাস্টার .ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সভাপতি খলিলুর রহমান, যুবনেতা আবুল কালাম আজাদ ছাত্রলীগ নেতা মজনু মন্ডলসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এতে বক্তারা বলেন- সরকার চরবাবাসীর জীবন যাত্রার মান উন্নয়নে চর উন্নয়ন বোর্ড গঠন করেছে। দূর্গম যমুনার চরে বিদ্যুতায়ন, বিনামূল্যে সেচ ব্যবস্থা,রাস্তা ঘাট উন্নয়ন,শিক্ষার মান উন্নয়নে প্রাথমিক শিক্ষকদের বিদ্যালয়ে অবস্থান,চিকিৎসা সেবা কেন্দ্র স্থাপনসহ নানান কাজ বাস্তবায়ন হচ্ছে। তাই চরের উন্নয়নের অগ্রগতিকে ধরে রাখতে সবাইকে আগামী নির্বাচনে নৌকা পক্ষে কাজ করতে হবে। পরে ২শত বানভাসি মানুষের মাঝে ১০কেজি করে চাউল,৩শত জনকে গো-খাদ্য,৩শতজনকে সাবান,ওয়াশিং পাউডার,স্যাম্পু,ব্রাশ,পেস্ট,হাইজিং কিট,প্যাকেট ও ৩শত জনকে চিড়া মুড়ি,বাতাসার প্যাকেট মোট ১২শত জনকে এই ত্রাণসামগ্রী দেওয়া হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।