টঙ্গীতে শতভাগ মাক্স পড়ার ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন

S M Ashraful Azom
0
টঙ্গীতে শতভাগ মাক্স পড়ার ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন

মাহবুুবুর রহমান জিলানী, টঙ্গী সংবাদদাতা : টঙ্গী পশ্চিম থানা ও এর আশপাশ এলাকায় শতভাগ মাক্স পড়ার ক্যাম্পইন কার্যক্রম উদ্বোদন করা হয়। উদ্বোধন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ এবং অতিরিক্ত উপ-পুলিশ কশিনার অপরাধ (দক্ষিণ) মো: শাহাদাত হোসেন।

তিনি বলেন, “আসুন মাক্স পরি, করোনা ভাইরাস প্রতিরোধ করি” এই স্লোগানকে সামনে রেখে মরণব্যাধী করোনা ভাইরাস সংক্রমনে সাধারণ মানুষের মাঝে যে আতঙ্ক দেখা দিয়েছে তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষকে সচেতন করার লক্ষ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেনের নির্দেশনায় টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো: এমদাদুল হকের উদ্যোগে শতভাগ মাক্স পড়ার ক্যাম্পেইন উদ্বোধন করা হয়।

গত মঙ্গলবার বিকেলে টঙ্গী চেরাগআলী ডেসকো অফিস সামনে এই ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় মুখে মাক্স ব্যাবহার না করে রাস্তায় চলাচল কারী সাধারণ মানুষকে বাধ্যতামূলক মাক্স ব্যাবহারে উদবুদ্ধ করা হয়। এ সময় অফিসার ইনচার্জ মো: এমদাদুল হক রাস্তায় চলাচলকারী জনসাধারণ, গাড়ির চালক ও গার্মেন্টস কর্মীদের মাঝে মাক্স বিতরণ করেন। এসময় এস আই মোহাম্মদ সুমন মিয়া ও সঙ্গীয় পুলিশ সদস্যরা মাক্স বিতরণে কার্যক্রমে সহযোগীতা করেন।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top