
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: বন্যার পানির তোড়ে জামালপুরের ইসলামপুর টু ঝগড়ারচর সড়কের চন্দনপুর ও টুংরাপাড়ার বন্দেআলী ব্রীজের এ্যাপ্রোজের মাটি পানি চাপে সরে যায়। শুক্রবার দুপুরে ইসলামপুরের সাথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন পড়েছে। এতে দুর্ভোগে পড়ে পথচারীরা। খবর পেয়ে দ্রুত পরিদর্শন করেন উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম,গাইবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী। পরিদর্শন করে জনদুর্ভোগে এড়াতে জনস্বার্থে চেয়ারম্যানের নিজ অর্থায়নে দ্রুত মেরামত করার নির্দেশ দেন।
উল্লেখ্য যে,ইসলামপুর-ঝগড়ারচর পাকা রাস্তায় বিভিন্ন স্থানে বন্যা ও অতি বৃষ্টির কারণে বড় বড় গর্ত ও ভাঙনের সৃষ্টি হয়। এতে দীর্ঘদিন থেকে যাতায়াতসহ পণ্যবাহী গাড়িতে চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হয় স্থানীয় এলাকাবাসী ও পথচারীদের।
জনস্বার্থে ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী নিজ অর্থায়নে ইসলামপুর থেকে ঝগড়ারচর পর্যন্ত পথচারী ও যান চলাচলের উপযোগী করে তুলতে ইতিমধ্যই সংস্করণের কাজ শুরু করেন। চলাচলে অনুপযোগী সড়ক সংস্করণের কাজ করায় সচেতন মহল ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।