
রেজাউল করিম বকুল, প্রতিনিধি: শেরপুরে বন্যার পানি দেখতে গিয়ে নাঈমুর রহমান নাঈম (২৪) নামে এক শিক্ষক নিখোঁজ হয়েছে। ২৬ জুলাই রোববার বিকালে সদর উপজেলার বেতমারি ধনুয়া এলাকার বদুনী বিলে এ ঘটনা ঘটে। নাঈম ভাতশালা ইউনিয়নের সাপমারী গ্রামের শহিদুল ইসলামের ছেলে। শেরপুর ফায়ার সার্ভিসের একটি দল নিখোঁজ নাঈমকে খোজছে। তবে রাত ১২ পর্যন্ত তাকে খোঁজে পায়নি।
নাঈমের পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নাঈম এবার শেরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে রসায়ন বিভাগে অনার্স পাশ করেছেন। তিনি একটি প্রাইভেট স্কুলে শিক্ষকতা করছেন। রোববার বিকালে তিনি তার বন্ধুদের সাথে বদুরা বিলে বন্যার পানি দেখতে যান। এ সময় পানিতে নেমে তার বন্ধুরা সাঁতার কাটছিল। এদিকে নাঈম হাটু পানিতে নামতেই তার পায়ের নিচে থেকে মাটি সরে যায়। এতে পানিতে পড়ে পানির ¯্রােতে ডুবে যায় নাঈম। এ সময় তার বন্ধুরা তাকে উদ্ধারে এগিয়ে এলে মূর্হুতেই পানির তীব্র ¯্রােতে নিরুদ্দেশ হয় নাঈম। পরে শেরপুর ফায়ার সার্ভিসের একটি দল তাকে খোঁজাখোজি করে। রাত ১২টা পর্যন্ত তাকে খোঁজে পায়নি। তাকে খোঁজার জন্যে একটি ডুবুরি দল ঘটনাস্থলে আসছে বলে জানান ফায়ার সার্ভিসের ডিএডি জাবেদ তারেক।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।