
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: নানার বাড়ি থেকে ফেরা হলোনা রাহাত মিয়া নামে দুই বছরের এক শিশুর। পুকুরের পানিতে ডুবে মারা গেলো রাহাত। খালি হলো মায়ের কোল।
এ ঘটনাটি ঘটে রবিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার উত্তর রানীগাও গ্রামে নানার বাড়িতে। নিহত রাহাত শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
জানা যায়, রাহাতের বাবা আব্দুল হাকিম ঢাকায় চাকরি করেন। তার স্ত্রী নুরে জান্নাত রাহাতকে নিয়ে বাপের বাড়ি বেড়াতে যায়। এ সময় সবার অজান্তে রাহাত পুকুরের পানিতে পড়ে যায়। পরে বাড়ির লোকজন রাহাতকে পুকুরের পানিতে ভাসতে দেখে সেখান থেকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।