
কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ সাত জুয়াড়িতে আটক করেছে। আটককৃতরা হলো- উপজেলার আলমপুর গ্রামের নাসিম, সুজন ও ভাসা, বরইতলী গ্রামের রফিকুল ও মোতাহার, পাঁচগাছি গ্রামের রবি এবং গাছাবাড়ি গ্রামের আল আমিন।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে আলমপুর গ্রামের পাটক্ষেতের নিকট জুয়া লেখা অবস্থায় তাদের আটক করে এসআই গোলাম সরোয়ারের নেতৃত্বে থানা পুলিশ।’
মঙ্গলবার সকালে আটককৃতদের সিরাজগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।