
সেবা ডেস্ক: সব ভেদাভেদ ভুলে বাংলাদেশের সব ধরনের মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশের মানুষের চেয়ে আপন আর কিছু ছিল না তার কাছে। বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখবার জানবার সুযোগ পাওয়া বহু ব্যক্তি আজো আছেন, তাদের আছে শেখ মুজিবকে ঘিরে বহু স্মৃতি। সেসব স্মৃতি থেকে বঙ্গবন্ধু সম্পর্কে অনেক অজানা কথা জানা যায়। পাওয়া যায় একজন দৃঢ়চেতা, কিন্তু, ভীষণ মানবিক শেখ মুজিবকে। মুজিববর্ষ বছরজুড়ে সাক্ষাতকার ভিত্তিক সেসব খন্ড খন্ড স্মৃতির ধারাবাহিক প্রতিবেদন।
স্বাধীনতা সংগ্রামকালের ছাত্রলীগ নেতা ও মুক্তিযোদ্ধা আবুল কাশেমের পর্যবেক্ষণ শেখ মুজিব নিজের বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে আকৃষ্ট করেছিলেন সাধারণ মানুষকে।
তাঁর মতে, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ (মধ্যদিয়ে) কার্যত স্বাধীনতার ঘোষণা ছিল।
সকল নির্দেশনা বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তৃণমূলে ছড়িয়ে দিতেন শেখ মুজিব।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।