
জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে গৃহবধূ মনোয়ারা (২৫)’ রহস্যজনক মৃত্যু হয়েছে। ওই গৃহবধূ চরপলিশা গ্রামের সোহাগ মিয়ার (৩৫) স্ত্রী বলে জানা গেছে। রোববার দুপুরে গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসি ও মনোয়ারার পিতা বেলাল উদ্দিনসহ স্বজনরা জানান-সোহাগ কয়েকদিন আগে জমি লিখে দিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করেছে। এ নিয়ে সোহাগ মনোয়ারাকে মারপিট করেছে। মারা যাবার পর তার মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যার খবর প্রচার করেছে। গতকাল রাতেও মনোয়ারার স্বজনদের কাছে সোহাগ মোবাইল ফোনে হত্যার হুমকী দিয়েছে। সোহাগের বড় ভাই সোহেল (৩৮) জানান-রাত দুইটার দিকে সোহাগের ঘরে হট্রগোল শোনে এগিয়ে যাই। মুমূূর্ষু অবস্থায় রাতেই মনোয়ারাকে জামালপুর হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ময়মনসিংহ হাসপাতালে রেফার্ড করে। ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পথে রাস্তায় মারা যান। ইউপি সদস্য ফজলুল হক জানান-শুনেছি সোহাগের দ্বিতীয় বিয়ে নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।
ওসি তদন্ত আ: মজিদ জানান-লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। পোস্ট মর্টেম রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনার পর থেকেই স্বামী সোহাগ পলাতক আছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।