
সেবা ডেস্ক: পণ্য ও সেবা খাত মিলিয়ে চলতি অর্থবছরের দেশের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার। বিদায়ী অর্থবছরের ৫ হাজার ৪ কোটি ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ৬০০ কোটি ডলার কম।
যদিও গত অর্থবছরের রপ্তানি আয়ের চেয়ে ১৯ দশমিক ৭৯ শতাংশ বেশি। ২০১৯-২০ অর্থবছরের লক্ষ্যমাত্রার বিপরীতে রপ্তানি আয় হয়েছে ৪ হাজার কোটি ডলারের মতো।
গত বৃহস্পতিবার রপ্তানি লক্ষ্যমাত্রা নিয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে বাণিজ্যজ্যন্ত্রী টিপু মুনশি এ তথ্য জানান।
জানানো হয়, সদ্য বিদায়ী অর্থবছরে রপ্তানি আয় লক্ষ্যমাত্রার চেয়ে ২৫ দশমিক ২৮ শতাংশ কম হয়েছে। প্রবৃদ্ধি কমেছে ১৪ দশমিক ৮০ শতাংশ। লক্ষ্যমাত্রা অর্জনের কথা বিবেচনা করেই চলতি অর্থবছরে আয়ের লক্ষ্যমাত্রা ৪ হাজার ৮০০ কোটি ডলার নির্ধারণ করা হয়েছে বলে জানান টিপু মুনশি।
মোট লক্ষ্যমাত্রার মধ্যে পণ্য খাতে ৪ হাজার ১০০ কোটি ডলার এবং সেবা খাতে ৭০০ কোটি ডলার নির্ধারণ করা হয়েছে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।