ডাকাতি প্রতিরোধে ওয়ার্চ টাওয়ার উদ্বোধন করেন পুলিশ সুপার

S M Ashraful Azom
0
ডাকাতি প্রতিরোধে ওয়ার্চ টাওয়ার উদ্বোধন করেন পুলিশ সুপার

গাইবান্ধা জেলা প্রতিনিধি: চরাঞ্চলে অত্র এলাকার মানুষের নিজের নিরাপত্তা ও ডাকাতি প্রতিরোধে আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি এলাকাবাসীদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। গাইবান্ধা জেলা পুলিশের সার্বিক তত্তাবধানে ও ১৫ নং কাপাসিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ৪ জুলাই শনিবার ভাটি কাপাসিয়া কাজিয়ার চরে দারুল আরকান এবতেদায়ী মাদ্রাসা মাঠে চুরি,ডাকাতি, মাদক নিয়ন্ত্রনে পেট্রোল ডিউটি জোড়দার করতে স্থাপিত ওয়াচ টাওয়ারের উদ্বোধন ও জনসচেতনতা মূলক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোহাম্মাদ তৌহিদুল ইসলাম।

এসময় তিনি আরো বলেন, বন্যা মৌসুমে এলাকায় ডাকাতি বেড়ে যায়। ডাকাতদল জামালপুর জেলা সহ বিভিন্ন স্থান থেকে নৌকাযোগে এই এলাকায় ডাকাতি করতে আসে। এই এলাকায় ডাকাতির উদ্দেশ্যে কোন দুষ্কৃতকারী বা কেউ ঢুকে যেন ডাকাতি করতে না পারে সে জন্য এই চরে ওয়াচ টাওয়ার স্থাপন করা হলো। এই ওয়াচ টাওয়ারের মাধ্যমে ডাকাতদের গতিবিধি লক্ষ্য করে ব্যবস্থা নেয়া হবে। এলাকায় কেউ চুরি, ডাকাতি করলে দোষীদের নিজ বাসা থেকে ধরে এনে আইনি ব্যবস্থা নেয়া হবে। পুলিশ জনবান্ধব। মানুষের সুখে দুখে পুলিশ কাজ করে থাকে। নিজেকে সচেতন হতে হবে। বাল্য বিবাহ বন্ধ করতে হবে। সন্তানরা কে কোথায় যায় সে বিষয়ে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। একারণে যে কোন প্রতিকূলতার মধ্যে মানুষ হলে সে সন্তানরা জ্ঞানে শক্তিশালী হয়।

এছাড়াও করোনা ভাইরাস তথা কোভিড-১৯ রোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য ও এলাকার মাদক, চুরি, জুয়া সহ ভুমি দস্যুতা নিয়ন্ত্রন বিষয়ে আলোচনা করেন তিনি। এরপর চরের সাধারন মানুষ ও শিশুদের মধ্যে খাবার বিতরন করেন। খাবারের মধ্যে ছিল সিদ্ধ ডিম, পাউরুটি, কলা, এনার্জি বিষ্কুট,ও বেকারির বিষ্কুট। এসময় বিভিন্ন গণমাধ্যমের কর্মীরাসহ সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান, পুলিশ পরিদর্শক তদন্ত বুলবুল ইসলাম, কঞ্চিবাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান ও কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দীন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গাইবান্ধা জেলায় যে কোন র্দূযোগে মানবিক সহায়তা নিয়ে সবার আগে এগিয়ে আসে জেলা পুলিশ। পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলামের নেতৃত্বে আইন শৃংখলা রক্ষার পাশাপাশি যে র্দূযোগ বা নানা ধরণের ক্ষয়ক্ষতি হলে অসহায় মানুষ গুলোর পাশে মানবিক সহায়তা নিয়ে দাড়ায় গাইবান্ধা জেলা পুলিশের প্রতিটি সদস্য।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top