
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে যমুনায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে পানিবন্দী মানুষদের দূর্ভোগ বাড়ছে। বিভিন্ন এলাকায় ভানবাসীরা মানবেতর জীবনযাপন করছে। বন্যার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে গত ২৪ঘন্টায় হ্রাস পেয়ে বিপদ সীমার ৫১ সেন্টি মিটারে উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
অন্যদিকে, শনিবার দিনব্যাপী সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল বন্যা কবলিত এলাকা কুলকান্দি ইউনিয়নের সর্দার পাড়া,ছড়াবিল এলাকায় ভানবাসী ৮শত পরিবারের মাঝে ১০কেজি করে ত্রানের চাল ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরন করেছেন।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এড জামান আব্দুন নাছের বাবুল,ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ,মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড আঃ সালাম,জেলা পরিষদ সদস্য আঃ রাজ্জাক লাল মিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওবায়দুল হক বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।