
সেবা ডেস্ক: বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী এবং প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে 'মুজিব বর্ষের আহ্বান,তিনটি করে গাছ লাগান' শীর্ষক স্লোগানে বাংলাদেশ ছাত্রলীগের সারাদেশে বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় বৃক্ষ রোপণ করেছে জামালপুর সদর উপজেলার নান্দিনা সাংগঠনিক ছাত্রলীগ।
রোববার (০৫ জুলাই) দুপুরে রানাগাছা ইউনিয়ন পরিষদ ভবন চত্বরে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন রানাগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল, নান্দিনা সাংগঠনিক থানা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা শ্যামল ও সাধারণ সম্পাদক মুঈন ইয়াজধানী।
উল্লেখ্যঃ গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসের দিন থেকে মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটে উৎসাহ উদ্দিপনায় পালিত হচ্ছে বৃক্ষ রোপণ কর্মসূচি।
জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন এবং জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাকসুদ বিন জালাল প্লাবনের নির্দেশে মুজিব বর্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি চলমান থাকবে বলেন জানান নান্দিনা সাংগঠনিক থানা ছাত্রলীগ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।